অনলাইন শপিং TryThisBro.com স্টোরে আপনাকে স্বাগতম! - BRO20 - কুপন কোড ব্যবহার করলেই পাবেন অতিরিক্ত আরো 20% ডিসকাউন্ট

শর্তাবলী (Terms & Conditions)

আমাদের ওয়েবসাইটে স্বাগতম। এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে ওয়েবসাইট ব্যবহারের আগে শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।

১. সাধারণ শর্ত

এই ওয়েবসাইটের সকল কনটেন্ট, পণ্য ও সেবা শুধুমাত্র trythisbro.com এর সম্পত্তি। কোনো বেআইনি বা অননুমোদিত কাজে ওয়েবসাইট ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

২. পণ্যের তথ্য

আমরা আমাদের ওয়েবসাইটে পণ্যের সঠিক তথ্য দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। তবে রঙ, ডিজাইন বা স্পেসিফিকেশনে সামান্য পার্থক্য থাকতে পারে। এটি কোনোভাবেই প্রতারণা হিসেবে গণ্য হবে না।

৩. মূল্য ও পেমেন্ট

  • সকল পণ্যের মূল্য বাংলাদেশি টাকায় (BDT) প্রদর্শিত।
  • আমরা যেকোনো সময় পূর্ব নোটিস ছাড়াই পণ্যের মূল্য পরিবর্তনের অধিকার সংরক্ষণ করি।
  • অর্ডার কনফার্ম হওয়ার পর পেমেন্ট সম্পন্ন করতে হবে।

৪. অর্ডার বাতিল

আমরা যেকোনো সময় কোনো অর্ডার গ্রহণ বা বাতিল করার অধিকার রাখি। বিশেষ ক্ষেত্রে (স্টক না থাকা, ভুল তথ্য ইত্যাদি) অর্ডার বাতিল হতে পারে।

৫. ডেলিভারি

ডেলিভারি সময় অঞ্চল ও পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কারণে ডেলিভারিতে বিলম্ব হলে তার জন্য আমরা দায়ী থাকবো না।

৬. রিটার্ন ও রিফান্ড

আমাদের Refund & Returns Policy অনুযায়ী রিটার্ন ও রিফান্ড প্রযোজ্য হবে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট পলিসি পেজ দেখুন।

৭. ব্যবহারকারীর দায়িত্ব

আপনার অ্যাকাউন্টের তথ্য (লগইন, পাসওয়ার্ড) গোপন রাখা আপনার দায়িত্ব। আপনার অ্যাকাউন্টের মাধ্যমে হওয়া সকল কার্যক্রমের দায় আপনারই থাকবে।

৮. কপিরাইট

এই ওয়েবসাইটের সকল ছবি, লেখা, লোগো ও কনটেন্ট আমাদের সম্পত্তি। অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, ব্যবহার বা প্রকাশ করা আইনত দণ্ডনীয়।

৯. তৃতীয় পক্ষের লিংক

ওয়েবসাইটে থাকা তৃতীয় পক্ষের লিংকের কনটেন্ট বা সেবার জন্য আমরা দায়ী নই।

১০. শর্ত পরিবর্তন

আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করি। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।

১১. আইন ও বিচারব্যবস্থা

এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেকোনো বিরোধ বাংলাদেশের আদালতের অধীনে নিষ্পত্তি হবে।

ক্যাটাগরি